বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গ্যাসের চুলা থেকে রোহিঙ্গা শিবিরে আগুন, মসজিদসহ ২৮ ঘর পুড়ে ছাই

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২২:২৯

উখিয়া (কক্সবাজার), সংবাদদাতা

উখিয়ার বৃহত্তম কুতুপালং ৫নং ক্যাম্পে ৫৭নং ডি ব্লকে তুর্কি পাহাড় নামক এলাকায় অগ্নিকাণ্ডে ২৭টি বাড়ি  ও ১টি মসজিদ পুড়ে ছাই হয়ে গেছে। আহত হয়েছে শিশুসহ ২ জন। বুধবার দুপুর সাড়ে বারটার দিকে ঐ ক্যাম্পে একটি বাড়ির রান্না ঘরের গ্যাসের চুল্লি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিস তাত্ক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ইউনিটের সদস্য ও রোহিঙ্গাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এমদাদুল হক জানান, আগুন নেভাতে গিয়ে আহম্মদ হোসেন (৫৫) রোহিঙ্গাদের হুড়োহুড়িতে তসলিম আক্তার (১০) নামে এক কিশোরী আহত হয়েছে। তাদেরকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের ঐ কর্মকর্তা জানিয়েছেন।