শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাথরঘাটায় ৫ মণ হরিণের মাংস জব্দ

আপডেট : ১৮ মে ২০১৯, ২২:৩৫

পাথরঘাটায় ৫ মণ হরিণের মাংস জব্দ করা হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার বনফুল আবাসন সংলগ্ন একটি ছোট খাল থেকে এ হরিণের মাংস জব্দ করেছে পুলিশ ও বন বিভাগ।

জানা গেছে, ওই ছোট খালে গতকাল ভোরের দিকে অবস্থান করছিল পাচারকারীরা। এ সময় এলাকাবাসী টের পেয়ে ঘটনাস্থলে যাওয়া মাত্রই ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। বনবিভাগের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাংস ও ট্রলারটি জব্দ করে। পরে পাথরঘাটা থানায় খবর দিলে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে যায়। এ সময় আনুমানিক ৫ মণ হরিণের মাংস, হরিণের দুটি মাথা ও দুটি   চামড়া ও দুই বস্তা হরিণ ধরার ফাঁদ জব্দ করে পাথরঘাটা রেঞ্জ অফিসে নিয়ে যায়।

পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, একটি ট্রলারে বস্তার মধ্যে থেকে ওই মাংস পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ৮টি হরিণ জবাই করা হয়েছিল। আদালতের নির্দেশে মাংস মাটি চাপা ও চামড়া আলামত হিসেবে সংরক্ষণ করা হবে। এঘটনায় বন আইনে মামলার প্রস্তুতি চলছে।