শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশের পরিস্থিতি মোকবিলা না করে চাল রপ্তানি ঝুঁকিপূর্ণ --------------জি এম কাদের

আপডেট : ১৮ মে ২০১৯, ২২:৩৫

জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলা না করে সরকার বিদেশে চাল রপ্তানির কথা বিবেচনা করছে। আমরা মনে করি, চাল রপ্তানির আগে নিজেদের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। তা না করে রপ্তানি করা হলে সেটি ঝুঁকিপূর্ণ হবে। কারণ, কোনো বিশেষ পরিস্থিতিতে চাল বা খাদ্যশস্য প্রয়োজন হলে দ্রুততার সঙ্গে তখন আমদানি করা সম্ভব হবে না। এতে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে। গতকাল শনিবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

জি এম কাদের বলেন, সরকারিভাবে কৃষকদের কাছ থেকে নির্ধারিত ন্যায্য মূল্যে ধান কিনতে হবে। প্রয়োজনে বেসরকারি মালিকানাধীন গুদামগুলো সরকারি নিয়ন্ত্রণে নিয়ে জরুরি ভিত্তিতে ধান সংরক্ষণের উপযুক্ত করতে হবে। তিনি বলেন, বোরো ধান নিয়ে কৃষকরা বিপাকে পড়েছেন। সংবাদ সম্মেলনে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ও প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।