শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাতীয় জীবনে নজরুলের দর্শন প্রতিষ্ঠার আহ্বান

আপডেট : ২৫ মে ২০১৯, ২২:১৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী গতকাল নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানাতে শনিবার ভোর থেকেই মানুষের ঢল নামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠনসহ সর্বস্তরের হাজারো মানুষ। ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবি পরিবারের সদস্যরাও। নজরুল সমাধিসৌধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করে চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং চিত্র নায়ক ও বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল। দিনভর অনুষ্ঠানমালার মধ্যে ছিল গান, নৃত্য পরিবেশনা, আবৃত্তি, নৃত্যনাট্য মঞ্চায়ন, নজরুল বিষয়ক আলোচনা, বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান প্রভৃতি। এ ছাড়াও কবির স্মৃতিবিজড়িত ত্রিশাল, দরিরামপুর ও দৌলতপুরসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদা, উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কবির জন্মদিন উদযাপিত হয়েছে।

‘নজরুল চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এ প্রতিপাদ্যে নজরুলজয়ন্তীর মূল অনুষ্ঠান হয়েছে গতকাল বিকালে ময়মনসিংহের ত্রিশালে। তিনদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। স্মারক বক্তৃতা দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিত্ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিদ্যুত্ চক্রবর্তী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমিন মাদানী ও সংসদ সদস্য অসীম কুমার উকিল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবিপৌত্রী খিলখিল কাজী। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সংস্কৃতি সচিব আবু হেনা মোস্তফা কামাল। এর আগে সকালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে উপাচার্য প্রফেসর ড. এ. এইচ. এম. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে  বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর জালাল উদ্দিন, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে। প্রবন্ধ উপস্থাপন করেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আশিক সরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির মাজার প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে আরো বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ঢাবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. বেগম আকতার কামাল প্রমুখ। অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন সংগীত বিভাগের শিক্ষক ড. মহসিনা আক্তার খানম (লীনা তাপসী), খায়রুল আনাম শাকিলসহ বিভাগের শিক্ষার্থীরা।

ছায়ানটে উত্সব

ছায়ানটে গতকাল সকালে নজরুল জন্মজয়ন্তী উত্সবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সম্মিলিত কণ্ঠে ‘জাগো অমৃত পিয়াসী চিত’ গানটি পরিবেশিত হয়। নজরুলের দর্শনকে জীবনে প্রতিফলনের আহ্বান জানান ছায়ানটের সহসভাপতি খায়রুল আনাম শাকিল। এরপর একক পরিবেশনায় নজরুলের বেশ কিছু গান গেয়ে শোনান ছায়ানটের শিল্পীরা।

বিভিন্ন স্থানে জন্মবার্ষিকী উদযাপন

বরিশাল অফিস জানায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। জেলা কালচারাল অফিসার হাসানুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রবীন শীষ, সুব্রত বিশ্বাস দাস, শিশু সংগঠক জীবন ?কৃষ্ণ দে, সংস্কৃতিজন অ্যাডভোকেট এসএম ইকবাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল প্রমুখ।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসন কবিপত্নী প্রমীলার জন্মস্থান তেওতায় নানা অনুষ্ঠানের আয়োজন করে। সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসন, শিবালয় উপজেলা প্রশাসনসহ স্থানীয় বিভিন্ন সংগঠন কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

কুমিল্লা প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে গতকাল নগরীতে জেলা শিল্পকলা একাডেমী চত্বরের নজরুল স্মৃতি ম্যুরাল ‘চেতনায় নজরুল’-এ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে টাউনহলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।