শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ট্রাম্প দেশের জন্য হুমকি :বাইডেন বাইডেন ভয়ংকর :ট্রাম্প

আপডেট : ১২ জুন ২০১৯, ২৩:০৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। আর জো বাইডেনকে ভয়ংকর ও পুতুল বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দুইজনই আইওয়া অঙ্গরাজ্য সফরের আগে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। খবর সিএনএনের

২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। কিন্তু বাইডেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প কিছুদিন আগে থেকেই গর্ভপাতসহ বিভিন্ন ইস্যুতে বিরোধে জড়িয়ে পড়েছেন।        বাইডেন ডেমোক্র্যাট দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার দ্বন্দ্ব মিডিয়ার নজর কেড়েছে। বাইডেন মঙ্গলবার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দেশের অস্তিত্বের জন্য হুমকি। এর জবাব দিতে মোটেই দেরি করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। বিমান অবতরণের আগেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, বাইডেন তার সব প্রচারণায়ই আমাকে আঘাত করছেন। বাইডেন তার বক্তব্যে ৬৭ বার আমার নাম নিয়েছেন। এতেই বোঝা যায় তিনি কতটা ভয়ংকর। প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনকে পুতুল এবং মানসিকভাবে দুর্বল বলেও উল্লেখ করেন। তবে এরকম দুর্বল ব্যক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ভাল লাগে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার আইওয়ার ড্যাভেনপোর্টে বক্তব্য রাখবেন বাইডেন। এর আগেই তার বক্তব্যের কিছু অংশ প্রকাশ করেছেন তার সমর্থকরা। সেখানে তিনি বলতে যাচ্ছেন যে, আমরা কেবল প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি ও মূল্যবোধকেই অস্বীকার করবো না, প্রেসিডেন্ট হিসেবে তার লক্ষ্যকেও আমাদের প্রত্যাখান করতে হবে।