শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সুদহার কমাল ফেডারেল রিজার্ভ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৫

নীতি নির্ধারণী সুদহার কমানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। মুদ্রানীতি নিয়ে বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার স্থানীয় সময় দুপুরের পর সুদহার কমানোর ঘোষণা দেন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোমি পাওয়েল। সুদহার দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ১ দশমিক ৭৫ থেকে ২ শতাংশের মধ্যে নির্ধারণ করা হয়েছে। ২০০৮ সালে অর্থনৈতিক মন্দার পর এ নিয়ে দ্বিতীয় বারের মতো নীতি নির্ধারণী সুদহার কমালো মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে গত জুলাইয়ে সুদহার দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট কমানো হয়েছিল। বিশ্বের শীর্ষ দুই অর্থনীতি চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য সংঘাতের কারণে মার্কিন অর্থনীতিতে মন্দার ঝুঁকি বাড়ছে। এই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমিয়ে বিনিয়োগ বাড়াতে চাইছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম সুদহার আরো কমিয়ে শূন্যের কোটায় নিয়ে আসার পক্ষপাতি। ফেড সুদহার কমানোর ঘোষণা দিলেও সন্তুষ্ট হতে পারেননি তিনি। ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় উল্লেখ করেছেন, সুদহার কমাতে অনেক ধীর গতিতে এগুচ্ছে ফেড। প্রবৃদ্ধি নিয়ে মার্কিন অর্থনীতির অনিশ্চয়তা কাটাতে নীতি নির্ধারণী সুদহার কমানোর ঘোষণা দেওয়া হলো। এতে করে বিনিয়োগ আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। মূলত বিশ্বঅর্থনৈতিক মন্দার কারণে আগেরবার সুদহার কমানো হয়েছিল। এবার চীন-মার্কিন বাণিজ্য বিরোধে নতুন করে সৃষ্টি হওয়া অর্থনৈতিক অনিশ্চয়তা কাটাতে এমন উদ্যোগ নেওয়া হলো।