বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্কুলছাত্র ও যুবদল নেতাসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১১

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৩

 

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও উপজেলা যুবদলের সভাপতিসহ  ১১ জন নিহত হয়েছেন। গত শুক্রবার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

গোপালগঞ্জ: গোপালগঞ্জ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে যাত্রীবাহী নাইট কোচের ধাক্কায় পুলিশের সুবেদারসহ চার জন বাসযাত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত সুবেদার আব্দুর রশিদ (৪৫), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রাজলক্ষ্মী গ্রামের নারায়ণ হাওলাদারের ছেলে বিজন হাওলাদার (২৩), একই উপজেলার পাতিলাখালী গ্রামের নূর ইসলামের ছেলে রাসেল (২২) ও ছোটো আমতলী গ্রামের দশরত মণ্ডলের ছেলে কমল মণ্ডল (২৪)।

স্বরূপকাঠি (পিরোজপুর): স্বরূপকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে তাজিম জামান রোহান (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার নদীর পশ্চিম পাড়ের ফেরিঘাট এলাকায় পাথালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। রোহান উপজেলার বালিহারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সফিউজ্জামান হানিফের ছেলে এবং স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির দশম শ্রেণির ছাত্র।

কটিয়াদী (কিশোরগঞ্জ): কটিয়াদীতে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান রাসেল (৪০) নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী স্কুলশিক্ষিকা সুরভী আক্তার গুরুতর আহত হয়েছেন। গতকাল কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলাধীন বানিয়াগ্রাম বাসস্ট্যান্ডের উত্তর পাশে মোবাইল টাওয়ার সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। রাসেল কটিয়াদী পৌরসভার ভোগপাড়া মহল্লার বাসিন্দা।

বড়াইগ্রাম (নাটোর): বড়াইগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেলিম হোসেন নামে শ্যামলী পরিবহনের সুপারভাইজার সেলিম হোসেন নিহত হয়েছেন। গতকাল শনিবার নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেলিম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামের বাসিন্দা।

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে সিএনজি উলটে মো.ফারুক (৪৫) নামে একজন নিহত ও চার জন শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার রাতে শহরের ভেদভেদি এলাকার যুব উন্নয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা: মাগুরায় ট্রাকের ধাক্কায় নয়ন মিয়া ( ৪৩) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। নয়ন মাগুরার পারনান্দুয়ালী গ্রামের পূর্ব মুন্সিপাড়ার বাসিন্দা। গতকাল মাগুরা জেলার ওয়াপদা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধা: গাইবান্ধার পলাশ বাড়িতে ট্রাকের ধাক্কায় মিলন মিয়া (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও উজ্জল চন্দ্র সরকার নামে অপর এক আরোহী আহত হয়েছেন। গতকাল গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের জামতলা রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিলন সাদুল্লাপুর উপজেলার বুজরুক পাটানোছা গ্রামের বাসিন্দা।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ): সোনারগাঁওয়ে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোর ধাক্কায় নুর মোহাম্মদ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নূর মোহাম্মদ গঙ্গাপুর শিবপুর এলাকার ইসমাইল মিয়ার ছেলে।