শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা যাবে না :নাসিম

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২২:২১

সিরাজগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, রাজনীতির বিষাক্ত সাপ এখনো মরেনি। কোনো চক্রান্ত-ষড়যন্ত্র করে লাভ নেই, কোনো উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা যাবে না। বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা প্রসঙ্গ টেনে তিনি বলেন, হত্যাকাণ্ডের পরপরই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত কঠোর। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তার নিজের সন্তানকেও শেখ হাসিনা ছাড় দেননি। তিনি গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছায় ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের উদ্বোধন-পূর্ব ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে এ কথা বলেন। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পৌনে ৫ কোটি টাকা ব্যয়ে ছোনগাছা ইউনিয়নে এই শিশুকল্যাণ কেন্দ্র নির্মাণ করেছে।

ছোনগাছা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক শফিকুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার এ বি এম সফিকুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, উপপরিচালক                 তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আমিনুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ।  সমাবেশে মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে গত ১২ বছরে দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, বিএনপি-জামায়াত সৃষ্ট জঙ্গি দমন করা হয়েছে। রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়নে অসামান্য সফলতা অর্জিত হয়েছে। এই সফলতায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত নানাভাবে ষড়যন্ত্র-চক্রান্ত করছে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র  সফল হবে না।