শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিশুদের মানসিক চাপ কমান

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২১:৫৮

ইদানীং শিশুদের ওপর পড়াশোনার যে চাপ স্কুলে এবং বাসায় দেওয়া হয় তা সত্যিই দুঃখজনক। আজকাল  শিশুদের তিন বছর বয়স হলেই স্কুলে ভর্তি করার প্রতিযোগিতা চলে। বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আগে ৫/৬ বছরে শিশুদের ভর্তি করানো হতো। এখন অভিভাবকরা ৩ বছর হলেই তাঁদের ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়ে পণ্ডিত বানাতে চান। জোর করে ঘুম থেকে তুলে স্কুলে নিয়ে যাওয়া হয়। শার্ট, প্যান্ট, টাই, ব্যাজ, বেল্ট ও ব্যাগের ভারে শিশুদের প্রাণ হয় ওষ্ঠাগত। অনেক শিশুকে স্কুলে যাওয়ার পথে ঘুমাতে দেখা যায়। তিন বছর বয়সে শিশুদের স্কুলে পাঠানো খুবই অমানবিক। স্কুল থেকে বাসায় এলেই শেষ নয়। এরপর গানের স্কুল, আর্টের স্কুল বা নাচের ক্লাস। প্রাইভেট টিউটরের হোম ওয়ার্ক তো আছেই। এজন্য সরকারি বিধিমালার মাধ্যমে ৩ বছর নয়, ৫ বছরের নিচে কোনো শিশুকে স্কুলে পাঠানোর বিষয়টিকে নিরুত্সাহিত করা হোক।

মাহবুবউদ্দিন চৌধুরী, ফরিদাবাদ-গেণ্ডারিয়া, ঢাকা ১২০৪