শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাধনপুরে পাহাড় কাটা চলছে

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২১:৫৮

বন্দরনগরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাধনপুরে রাতের অন্ধকারে চলছে পাহাড় কাটার মহোত্সব। সাধনপুরের বৈলগাঁও, লটমনি, কচুজুম এলাকায় পাহাড় কেটে প্রতি ট্রাক ১৪০০ থেকে ১৬০০ টাকা দরে মাটি বিক্রি করা হচ্ছে দীর্ঘদিন ধরে। এসব মাটি দিয়ে ভরাট করা হচ্ছে ধানি জমি, পুকুর ও জলাশয়। মাটি ব্যবসায়ীরা ড্রাম ট্রাক ক্রয় করে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে। বন বিভাগের সরকারি জায়গা পাহাড়ে টিলাগুলো কেটে সমতল করে বসত বাড়ি তৈরি করা হচ্ছে। সরকারি জায়গা পাহাড় দখল করে স্থাপনা নির্মাণ আইনত নিষিদ্ধ। অথচ বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের যথাযথ তদারকির অভাবে পাহাড়খেকোদের দৌরাত্ম্য বাড়ছে দিন দিন। পাহাড় গাছপালা নষ্ট হলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে। পাহাড়, বন জঙ্গল, পুকুর ও জলাশয় হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। এগুলো রক্ষা করা সকলের গুরুদায়িত্ব। তাই প্রশাসনের ত্বরিত্ ব্যবস্থা কামনা করছি।

শ্রীধর দত্ত

মেলঘর, পটিয়া, চট্টগ্রাম