শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইটের ভাটা সরানোর ব্যবস্থা করুন

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২১:৫৮

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার অন্তর্গত শালুকিয়া জনবহুল একটি গ্রাম। এখানে ২০১১ সালে গ্রামবাসীর সব বাধা বিপত্তিকে অগ্রাহ্য করে গড়ে তোলা হয় ইটের ভাটা। শুরু থেকেই ইটের ভাটাটি ছিল গ্রামের জন্য হুমকিস্বরূপ। গ্রামীণ পরিবেশের জন্য ক্ষতিকর। সম্প্রতি ইটের ভাটাটি বড়ো পরিসরে ছড়িয়ে যাচ্ছে। ফলে ভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় একদিকে যেমন জনজীবন বিপর্যস্ত হচ্ছে, অন্যদিকে গাছপালাসহ সব ধরনের ফসল উত্পাদন হচ্ছে ব্যাহত। আবাদি জমি পরিণত হচ্ছে ইট আর কয়লার স্তূপে। ইদানিং অত্যাধিক বায়ুদূষণের ফলে আশেপাশের মানুষ হাঁপানি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়ার পথে ধুলার সাগরে সাঁতার কাটতে হয়। শুকনো মৌসুমে পুরো গ্রামটিই ধুলো আর ধোঁয়ার আঁধারে ঢাকা পড়ে! এক্ষেত্রে গ্রামবাসী লিখিত অভিযোগ দিলেও কাজ হয়নি। পরবর্তী সময়ে জনগণের চাপে স্বত্বাধিকারী এক বছরের মধ্যে ইটের ভাটা অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য লিখিত অঙ্গীকার করলেও উল্লে­খিত সময় শেষ হয়ে অতিরিক্ত এক বছর পার হলেও তা সরিয়ে নেওয়া হয়নি। পরিবেশ ধ্বংসকারীদের কাছে গ্রামের জনগণ অসহায়। তাই সরকারের যথাযথ কর্তৃপক্ষ ইটের ভাটাটিকে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করলে শালুকিয়াবাসীর জনজীবনে স্বাভাবিক অবস্থা বিরাজ করবে।

শফিউল আল শামীম, শালুকিয়া, ঘোলপাশা, চৌদ্দগ্রাম, কুমিল্লা