শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দুস্থ-হতদরিদ্রদের চাল আত্মসাত্কারীদের কঠোর শাস্তি হোক

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২১:৫৯

গরিব ও অসহায়দের ঈদ ভিজিএফ, জেলে ভিজিএফসহ ও দুস্থদের স্বল্পমূল্যে চাল দিচ্ছে সরকার। যা খুবই প্রশংসনীয়। কিন্তু দেখা যাচ্ছে মহত্ এই উদ্যোগকে কলঙ্কিত করছে ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মী, এ যেন নিজেদেরই নিজেদের পায়ে কুড়াল মারা। দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের চিন্তাচেতনাও বদলাচ্ছে। ধীরে ধীরে মানুষ অনেক বেশি মানবিক হওয়ার চেষ্টা করছে বা মানবিক হয়ে উঠছে। কিন্তু এখনো কিছু মানুষ রয়েছে যারা অপকর্ম থেকে বেরিয়ে আসতে পারেনি। পত্রিকা খুললেই দেখা যায় বিভিন্ন স্থানে ইউপি চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় নেতাকর্মী হতদরিদ্রদের চাল আত্মসাতের দায়ে আটক হয়েছে। এটাকে আমরা স্বাগত জানাই, তবে তাদের শাস্তিটা কঠোর করা উচিত। এ সকল ঘটনা প্রায় প্রতিটি জায়গায় ঘটছে, তাই সকল জায়গায় চাল বিতরণের সময় স্বচ্ছ তদারকি টিম গঠন করা হোক। কোনো অনিয়ম পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হোক সংশ্লিষ্ট অপরাধীদের। অনেক জায়গায় দেখা যায় দুস্থদের তালিকায় সামর্থ্যবানদের নামই বেশি। এগুলোও খতিয়ে দেখতে হবে। এত সুন্দর উদ্যোগকে বিতর্কিত করা যাবে না। এর অন্যথা হওয়া মানেই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া। বিভিন্ন জায়গায় গৃহহীনদের যে ঘর দেওয়ার কথা, তা দেওয়া হয়েছে স্থানীয় প্রভাবশালীদের বাড়ীিতে! এসব অপকর্ম অবিলম্বে বন্ধ করা হোক।

মো. তাইমুন ইসলাম রায়হান

রাঙ্গাবালী, পটুয়াখালী