শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হূদ মাঝারে জয়বাংলা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:২৭

১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর জাতীয় প্রচার মাধ্যম থেকে ‘জয়বাংলা’ স্লোগান নিষিদ্ধ করে দেয় তত্কালীন সরকার। অবশেষে ৪৪ বছর পরে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের জাতীয় স্লোগান ‘জয়বাংলা’। হাইকোর্টের নির্দেশে আজ আমরা বড্ডো আনন্দিত।

জয়বাংলা নিয়ে জীবনে অসংখ্য অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় থেকে আমরা শুরু করি ‘জয়বাংলা’ স্লোগান দেওয়া। ১৯৭১ সালের মার্চ মাস থেকে বাঙালির কণ্ঠে কণ্ঠে ছিল ‘জয়বাংলা’। তারপর তো ‘জয়বাংলা’ এক ইতিহাস। মুক্তিযুদ্ধের সময় আমরা যুদ্ধ করেছিলাম ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে। পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাস্ত করে এক এক জায়গা দখল নিতাম ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে—সেই স্মৃতি ভুলি কী করে? সত্তরের কাছাকাছি বয়সে এসে আজ গর্বের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমার প্রাণের ‘জয়বাংলা’ স্লোগান পেলাম জাতীয় স্লোগান হিসেবে। জীবনের পড়ন্ত বেলায় এই পাওয়া যেন হূদ মাঝারে খুশির হাওয়া বইয়ে দিল।

লিয়াকত হোসেন খোকন

ঢাকা