শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মণ্ডল গ্রামের রাস্তাঘাট মেরামত করুন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২১:৫৪

চলমান শতাব্দীর সবচেয়ে বড়ো বন্যা হয়েছিল ২০১৭ সালে, যার ফলে সর্বোচ্চ ক্ষতিগ্রস্তের মধ্যে ছিল কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোড়ক মণ্ডল গ্রাম।  এই এলাকার ৮০-৯০ শতাংশ রাস্তাই বন্যায় ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে যায়। বন্যার পর পরই সরকার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত করার জন্য বাজেট ঘোষণা করলেও তার ছিটেফোঁটাও কাজ হয়নি এলাকায়। বর্ষাকালে ভাঙা রাস্তায় পানি জমে চলাচলে অনুপযোগী হয়। যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় এলাকার অর্থনৈতিক অবস্থা দিনদিন করুন হচ্ছে, যা স্থানীয় রাজনৈতিক বা প্রশাসনের দৃষ্টিগোচর হচ্ছে না। সারা দেশ যখন উন্নয়নের জোয়ারে ভাসে তখন অত্র এলাকার জনসাধারণ থাকছে যোগাযোগ বিচ্ছিন্ন। জন্য ঊর্ধ্বতন রাজনৈতিক এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে অত্র এলাকার রাস্তাঘাট মেরামত করে জনসাধারণকে নিরন্তর দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া যায়।

আব্দুস সালাম

ফুলবাড়ি, কুড়িগ্রাম