শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জলাবদ্ধতা বাড়াবে পলিথিনে মোড়ানো পোস্টার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২১:৩৫

সম্প্রতি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থীগণ পলিথিনে মোড়ানো পোস্টার ব্যবহার করে নির্বাচনি প্রচারণা চালচ্ছেন। অনেকে ‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ করার প্রতিশ্রুতি দিলেও নির্বাচনি প্রচারণায় তার ছোঁয়া নেই। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি আমলে নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনি এলাকায় পলিথিনে মোড়ানো পোস্টার ছাপা ও প্রদর্শনী বন্ধের নির্দেশ দেওয়া হয়। এবং অন্যান্য ক্ষেত্রে পলিথিনে মোড়ানো পোস্টার ছাপা ও প্রদর্শনী কেন বেআইনি নয়, তা জানতে রুল জারি করা হয়েছে। এটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক বিষয়। তবে ব্যবহূত এসব পোস্টার যদি এখনই যথাযথভাবে দায়িত্ব নিয়ে অপসারণ করা না হয় তাহলে এগুলো অপচনশীল অবস্থায় নর্দমা কিংবা নদীতে পড়ে থাকবে? ফলস্বরূপ আগামী বর্ষায় ঢাকাবাসী পাবেন ক্লিন ঢাকার পরিবর্তে জলাবদ্ধ ঢাকা। পরিশেষে, ঢাকার পরিবেশ দূষণমুক্ত রাখতে এবং কঠিন জলাবদ্ধতা থেকে রেহাই পেতে ব্যবহূত এসব পোস্টার দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের কাছে  বিনীত আবেদন জানাচ্ছি।

জুয়েনা  আক্তার 

ইতিহাস  বিভাগ, 

ঢাকা  বিশ্ববিদ্যালয়