শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বানরগুলোর খাবারের ব্যবস্থা করা প্রয়োজন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩২

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চার গ্রাম বানরের দখলে! খাবারের অভাবে বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে তারা। বানরদের তাড়াতে গেলে আক্রমণ করে আহত করছে শিশু ও বৃদ্ধাদের। ইউনিয়নের কুরুলিয়া, দড়ি মেরুন, পানবরাইট, তেঁতুলিয়া গ্রামে বানরের উত্পাত রীতিমত ভয়াবহ। স্থানীয় কৃষকদের ফসল ও ফলফলাদি নষ্ট করছে বানরের দল। সুযোগ বুঝে ঘর থেকে নিয়ে যাচ্ছে ভাতের হাঁড়ি। কৃষাণীরা ঘরের উঠানে ধান শুকাতে দুর্ভোগ পোহায়। শুকাতে দেওয়া ধান ছড়িয়ে-ছিটিয়ে এলোমেলো করে ফেলে বানররা। বাজার থেকে ব্যাগ নিয়ে বাড়ি ফেরার পথে হাত থেকে ছিনিয়ে নেয় বাজারের ব্যাগ। বানরের খাবারের সংকট তীব্র। সরকারিভাবে তাদের জন্য নেই কোনো বরাদ্দ। গ্রামবাসীর দুর্ভোগ লাঘবে বানরগুলোর জন্য খাবারের ব্যবস্থা করা প্রয়োজন। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শামীম শিকদার

কাপাসিয়া, গাজীপুর