শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৩

গত বছরের শেষদিকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান শুরু হয়। ইতিমধ্যে অর্ধশতাধিক অভিযান চালিয়ে কয়েকজন দুর্নীতির প্রভাবশালী গডফাদারকে বিপুল অবৈধ অর্থ ও সম্পদসহ আটক করা হয়েছে। এই শুদ্ধি অভিযান দেশবাসীকে আশান্বিত করেছে। কিন্তু যুগ যুগ ধরে বেড়ে ওঠা এই দুর্নীতির বিস্তার এত গভীরে যে তা নির্মূল বা নিয়ন্ত্রণে আনা প্রায় অসাধ্য হয়ে পড়েছে। সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে শত শত পাপিয়া-সম্রাটের দুর্নীতির সাম্রাজ্য গড়ে উঠেছে। এদের কিছু কিছু বিবরণ পত্র-পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই রাজনৈতিক দুর্বৃত্তরা বহাল তবিয়তে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। এদের আশ্রয়-প্রশ্রয় দাতারা এতই প্রভাবশালী ও ক্ষমতাধর যে, দুর্নীতির এই গডফাদারদের ধরা সহজ হচ্ছে না। অথচ এই গডফাদারদের বেশিরভাগই বংশপরম্পরায় স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও আওয়ামীলীগ বিরোধী। এদের অনেকের বিরুদ্ধেই হত্যা ও খুনসহ একাধিক মামলাও রয়েছে। কিন্তু ক্ষমতার আশীর্বাদে এরা সবকিছু থেকেই রেহাই পেয়ে যাচ্ছে। দেশের বেশিরভাগ এলাকায় অনুপ্রবেশকারীরাই রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা। এই নব্য প্রভাবশালী নেতাদের দাপটের কাছে শুধু দলীয় নেতা-কর্মীরাই নয় বরং স্থানীয় প্রশাসনও অসহায়। অর্থনীতি ও সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে দেশ এগিয়ে গেলেও তাদের কারণে সাধারণ মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারছে না। আর দেশে সুশাসন প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড়ো অন্তরায় এই রাজনৈতিক দুর্বৃত্তপনা। কাজেই শুধু দেশ ও জাতির জন্যই, বরং দলের মঙ্গলের জন্যই এই রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে।

বিপ্লব বিশ্বাস

ফরিদপুর