বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সংবাদকর্মীদের জন্য ধ্বনিত হোক করতালি

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২২:০৮

করোনা ভাইরাস তথা কোভিড-১৯ মোকাবিলায় ডাক্তারদের জন্য করতালি হলে সাংবাদিক-সংবাদপত্রকর্মী-গণমাধ্যমের জন্য নয় কেন? ডাক্তারদের কাছে আমরা কৃতজ্ঞ—তাঁরা করোনা আক্রান্তদের সেবা দিচ্ছেন। কোভিড ১৯-এর ভ্যাকসিন এবং নিরাময়যোগ্য ওষুধ যখন নেই, তখন এই সংকটে গণসচেতনতার বিকল্প কিছু নেই। আর গণসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রেখে চলেছে সংবাদপত্র, গণমাধ্যমকর্মীবৃন্দ—এরা থেমে গেলে থেমে যাবে বাংলাদেশ। সারা বিশ্বের কোভিড-১৯ সম্পর্কিত সমস্ত তথ্য জীবনের ঝুঁকি নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন এরাই। পিপিই না পেলে করোনা ভাইরাস আক্রান্তের চিকিত্সা না দিয়ে ডাক্তাররা যখন ঘরে ফেরার কথা বলেন, সাংবাদিকরা তখন নিরাপত্তাহীনতা আর শঙ্কাকে সঙ্গী করে রাস্তায় বেরিয়ে পড়েন খবর সংগ্রহে। অদৃশ্য শক্তির বিরুদ্ধে কলম আর ক্যামেরা হাতে এরাই বীর সেনানি, এদের জন্য ধ্বনিত হোক করতালি।

এহছানুল আজিম লিটন

হযরত শাহ আমানত শিপিং কোম্পানি,

চৌমুহানি, আগ্রাবাদ, চট্টগ্রাম