শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিপণনব্যবস্থা ঠিক রাখা জরুরি

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২২:১৫

কোথাও কোথাও ওষুধ স্বল্পতা দেখা দিচ্ছে। বিশেষ করে জ্বর-সর্দি-ঠান্ডার ওষুধগুলো কম পাওয়া যাচ্ছে অনেক জায়গায়। বাজার তদারকি থাকলেও ওষুধগুলোর স্বল্পতা দেখা দেওয়া স্বাভাবিক অধিক চাহিদার কারণেই। মাঠে ফসল আছে এবং খাদ্যের চাহিদাও আছে; কিন্তু যথাসময়ে বিক্রির ব্যবস্থা না থাকলে খাদ্য সংকট দেখা দেয়—এটা অর্থনীতির জন্য ক্ষতিকর। ওষুধ বা অন্যান্য পণ্যের ক্ষেত্রেও একই কথা। উত্পাদিত পণ্য গ্রাহক পর্যন্ত পৌঁছাতে প্রয়োজন সুন্দর একটি ব্যবস্থাপনা। কোনো জায়গায় যাতে ওষুধের স্বল্পতা সৃষ্টি না হয়, সেজন্য এখনি প্রয়োজন ওষুধের কাঁচামালের নিশ্চয়তা প্রদান ও বাজার বিশ্লেষণ। যদিও বাজার বিশ্লেষণ হচ্ছে, কিন্তু ঘাটতি বিশ্লেষণ করে তার ব্যবস্থা নেওয়া বেশি দরকারি। সরকারি হাসপাতাল  ও কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধের পর্যাপ্ততা নিশ্চিত করাও বড়ো কাজ বলে মনে করি। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

সাঈদ চৌধুরী

শ্রীপুর, গাজীপুর