বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ত্রাণ বিতরণে সমন্বয় প্রয়োজন

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২২:০৬

জনসাধারণের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার প্রতিরোধে সরকারের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে মাঠে নেমেছে স্বেচ্ছাসেবী ও পেশাজীবী বিভিন্ন সংগঠন। এজন্য নিয়মিত মাইকিংয়ের পাশাপাশি চলছে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ। একইসঙ্গে অসহায়, দরিদ্র ও বর্তমান পরিস্থিতির কারণে বেকার হয়ে যাওয়াদের কাছে সরকারি উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় খাবার, ওষুধ ও অন্যান্য সামগ্রী ত্রাণ হিসেবে বিতরণের কার্যক্রম চলমান। ব্যক্তিগতভাবেও অনেকে বিতরণ করছেন খাবার ও ওষুধ। কিন্তু গুরুত্বপূর্ণ এই কাজে যথাযথ সমন্বয় নিশ্চিত করা একান্ত্ত প্রয়োজন। না হলে একদিকে যেমন অনেক দরিদ্র ও কর্মহীন মানুষ প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হবে, তেমনি কয়েক দফা সহায়তা পাবে অনেকেই। তাই সরকারি ত্রাণ সহায়তা বিতরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বেসরকারিভাবে নিজস্ব অর্থায়নে যারা সুবিধাবঞ্চিত, অসহায়, হতদরিদ্র ও কর্মহীনদের খাদ্য সংকট নিরসনে কার্যক্রম পরিচালনা করছেন তাদের সহায়তার একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল সমন্বয় অত্যাবশ্যক। এতে করে প্রকৃত সাহায্যপ্রার্থীদের কারো বাদ যাওয়ার সম্ভাবনা থাকবে না। এ ব্যাপারে সরকারসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।

আবু ফারুক

বনরুপা পাড়া, সদর, বান্দরবান