বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজধানী ঢাকাকে অবৈধ ভবনমুক্ত করতে হলে

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২১:৫৮

দৈনিক ইত্তেফাকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা শহরের ৯০% ভবনের অগ্নি প্রতিরোধ ব্যবস্থা না থাকার পরও রাজউক নির্মাণের অনুমতি দিয়েছে। ঢাকায় অবৈধভাবে নির্মিত ভবনের পরিমাণও প্রায় একইরকম। কোথাও কোনো অবৈধ ভবনের খোঁজ পেলে বেশিরভাগ ক্ষেত্রেই চাপা পড়ে যায় ঘুষের কাছে। এমনকি দুদকের সঙ্গে যৌথ অভিযানে গিয়ে সন্ধান লাভের পরও সেগুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন ঘটনাও দেখা গেছে।

রাজউকের অবহেলার কারণেই চকবাজার এবং বনানীর অবৈধ ভবনগুলিতে আগুন লেগে অসংখ্য মানুষ মারা গেছে। ঢাকাকে অবৈধ ভবন নির্মাণ থেকে মুক্ত করতে হলে ইমারত নির্মাণ আইনকে আদালতের সঙ্গে থানায় আমলযোগ্য করতে হবে, যেন পুলিশ কারো অভিযোগের পরিপ্রেক্ষিতে অথবা নিজের উদ্যোগে অবৈধ ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। কারণ সরকারি সব সংস্থার মধ্যে পুলিশের কার্যক্রমই সবচেয়ে দ্রুত ও জনগণের জন্য উপযোগী। এছাড়া দুদকের মতো রাজউকেও অবৈধ ভবনের বিরুদ্ধে অভিযোগ করার জন্য বিশেষ নম্বর চালু করা উচিত। অবৈধভাবে ভবন নির্মাণ প্রতিরোধ করার জন্য রাজউককে যে কোনোভাবে দুর্নীতিমুক্ত করতে হবে। আর সেটা করতে না পারলে ঢাকা শহর আগুনে পুড়ে বা ভবন ধসে মানুষ মারা যাওয়া চলতেই থাকবে।

অনল চৌধুরী

৬৫ শান্তিনগর,

ঢাকা ১২১৭