শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আস্থার প্রতিদান দিন

আপডেট : ১৮ মে ২০১৯, ২১:৫৯

সরাসরি জনমনে প্রভাব বিস্তার করে থাকেন মিডিয়ায় কাজ করা তারকা শিল্পী ও ক্রিকেটারবৃন্দ। ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে তাঁদের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে হাজির করা হয়ে থাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। আমরা ঐসব পণ্যের আস্থা খুঁজি উদ্দিষ্ট তারকা খেলোয়ার বা মডেলের ব্যক্তিত্বের কারণে। কিন্তু দুঃখজনক হলো, প্রায়শই এসব পণ্যের গুণগত মান ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। ফলে মডেলের ওপর আস্থার জায়গাটা নড়বড়ে হয়ে যায়!

সমপ্রতি মহামান্য হাইকোর্ট কর্তৃক ৫২টি পণ্য বাজার থেকে নিষিদ্ধ ঘোষিত হয়েছে, যেগুলোর অধিকাংশের প্রচারে কাজ করেছেন জনপ্রিয় তারকাগণ। আমরা মনে করি, কেবল অর্থের দিকে না তাকিয়ে কোনো পণ্যের প্রচারে নামার আগে সেটির গুণমানের ব্যাপারে যথাযথভাবে খোঁজ নেওয়া সমাজের একজন উচ্চস্তরের প্রতিনিধি হিসেবে তাঁদের দায়িত্বের অংশ। আশা করছি, তাঁরা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন।

রাকিবুল হাসান রাসেল, কিশোর কুমার নট্ট

জিপি গ ৭৮/৩, মহাখালী, ঢাকা ১২১২