শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ক্রিকেট বিশ্বকাপে বাঙালি দর্শকদের মুখে ‘জয় বাংলা’ ধ্বনি চাই

আপডেট : ২৪ জুন ২০১৯, ২১:৩৩

আমাদের মুক্তিযুদ্ধের সময় জাতীয় স্লোগান ছিল ‘জয় বাংলা’। তখন জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকল বাঙালি তাদের সর্বশক্তি দিয়ে ‘জয় বাংলা’ ধ্বনি দিত। আমাদের বীর মুক্তিযোদ্ধারা ‘জয় বাংলা’ ধ্বনি দিয়ে শত্রুর উপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়তেন। শত্রুর বন্দুকের সামনে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ ধ্বনি দিয়ে তাঁরা সগৌরবে মৃত্যুকে বরণ করেছেন। যা বিশ্বের ইতিহাসে বিরল। মুক্তিযুদ্ধের সময় ‘জয় বাংলা’ ছিল জাতীয় ঐক্যের প্রতীক। বর্তমানে ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপের খেলা চলছে। এই খেলার মাঠে বাঙালি দর্শকেরা শুধু ‘বাংলাদেশ বাংলাদেশ’ ধ্বনি না দিয়ে সেইসঙ্গে ‘জয় বাংলা’ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করলে তা আরো শোভন হবে।

শাহজাহান কিবরিয়া, ধানমন্ডি, ঢাকা