শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফেনীতে রাস্তার পাশে আবর্জনার স্তূপ

আপডেট : ২৫ জুন ২০১৯, ২১:২৭

ঈদের ছুটিতে গ্রামে বেড়াতে গিয়ে দেখলাম যত্রতত্র আবর্জনার স্তূপে ভরে আছে ফেনী জেলা। ফেনী- ছাগলনাইয়া সড়কের পাশে অন্তত তিন থেকে চারটি জায়গায় করা হয়েছে আবর্জনার স্তূপ। লাখ লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করছে এই পথে। আর এইসব আবর্জনার স্তূপের বিষাক্ত গ্যাস, কালো ধোঁয়া ও দুর্গন্ধে দূষিত হচ্ছে বায়ু, বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। ফেনী শহরের সালাউদ্দিন মোড় থেকে একটু উত্তরে গেলেই সড়কের ধারে বিশালাকার আবর্জনার স্তূপ। শহরের সব আবর্জনাই যেন দিনশেষে ঠাঁই পায় এখানে। প্রতিনিয়ত আগুন জ্বালানো হয়, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। এই সড়কে ফেনী-ঢাকা, ঢাকা-ছাগলনাইয়া, ফেনী-কুমিল­া, কুমিল­া-ফেনী রুটের লোকাল বাস ও সিএনজি  চলাচল করে। পাশেই রয়েছে দৃষ্টিনন্দন ঝাউবন ও রেললাইন, যা ফেনীর অন্যতম দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে এবং দর্শনার্থী ও যাত্রীদের কাছে এটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ছাগলনাইয়ার জমদ্দার বাজারে দুর্গন্ধযুক্ত আবর্জনার স্তূপের এক কোনেই অনিরাপদ পরিবেশে চলছে বেকারি, তৈরি হচ্ছে খাবারদাবার। ফুলগাজী, পরশুরাম, দাগনভূঁঞা, সোনাগাজী এমনকি ফেনী সদরেও রয়েছে এমন অসংখ্য ময়লার স্তূপ। সুপরিকল্পিতভাবে জনবসতিহীন ভূমিতে বর্জ্য ব্যবস্থাপনা স্থানান্তর করা যায় না? পরিচ্ছন্ন ফেনী গড়া কি খুব কঠিন? ফেনী ও ফেনীর সকল উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে এ বিষয়ে দ্রুত সুষ্ঠু ও ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আবেদন জানাচ্ছি।

আরাফাত হোসেন ভূঁইয়া, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়