শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিটি করপোরেশনের রাস্তার দুর্দশা

আপডেট : ২৬ জুন ২০১৯, ২১:৪১

আজ থেকে প্রায় ছয় বছর আগে রংপুর সিটি করপোরেশন গঠিত হলেও ১৪ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত মরিচটারী গ্রামের দুর্দশা যেন কাটছেই না। এখানকার রাস্তার অবস্থা এতোটাই শোচনীয় যে মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীদের। বর্ষা মৌসুম সবেমাত্র শুরু, তাতেই রাস্তার যে করুণ অবস্থা তা নিয়ে উদ্বিগ্ন না হয়ে উপায় নেই। ওয়ার্ডের কাউন্সিলরকে এই বিষয়ে একাধিকবার বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি। এলাকার জনসাধারণ অতিষ্ঠ হয়ে গত ১৯ জুন মরিচটারী-ফতেপুর ভূরঘাট যাতায়াতের রাস্তা রেললাইন সংলগ্ন হায়দার আলীর দোকানের সামনে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ করেছেন। শুধু মরিচটারী গ্রামের মানুষ নয়, মোড়লটারী, তেলিটারী, দুর্গাপুর, ফতেপুরসহ অনেক এলাকার মানুষ এই রাস্তা ব্যবহার করে। অথচ রাস্তার কী দুর্দশা! রাস্তাটা ব্যবহারের কতটা অনুপযোগী হয়ে পড়েছে—রাস্তায় ধানের চারা রোপণ করে সংশ্লিষ্ট সবাইকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। বর্ষাকাল পুরোটাই পড়ে আছে অথচ রাস্তা কর্দমাক্ত। এ অবস্থায় ধানের চারা রোপণ করা ছাড়া আর কিবা করার আছে? রাস্তাটা মেরামত না করলে ভরা বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে চলাফেরা করা দুষ্কর হয়ে পড়বে। আসলে রাস্তাটা মেরামত করা একান্ত জরুরি হয়ে পড়েছে। এ বিষয়ে ত্বরিত্ ব্যবস্থা নিতে রংপুর সিটি করপোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. জাহানুর ইসলাম

মরিচটারী, রংপুর