শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হোন

আপডেট : ২৬ জুন ২০১৯, ২১:৪১

বিশ্বায়নের এই যুগে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। মিথ্যা ও দুর্নীতিকে উন্মোচিত করে ভীতির দেয়ালকে ভেঙে ফেলতে সহায়তা করছে এটি। কিন্তু অধিকাংশ ব্যবহারকারী এটির যথাযথ ব্যবহার করতে সক্ষম হচ্ছে না, বরং এটিই আমাদের ব্যবহার করছে। আমাদের মহামূল্যবান সময় নষ্ট হওয়ার পাশাপাশি অতিরিক্ত আসক্তির ফলে ব্যক্তিত্ব ও মেধা বিকাশের পথ রুদ্ধ হচ্ছে এবং কমে যাচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তাছাড়া ভিত্তিহীন ভুয়া খবর প্রচারের মাধ্যমে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ও প্রশাসনিক বিপর্যয়ও দেখা দিচ্ছে। এখন তরুণদের আলোচনার কেন্দ্রবিন্দু সমগ্র বিশ্ব না হয়ে এগুলো স্থান করে নিয়েছে; যেটি জাতীয় জীবনে মারাত্মক কুফল বয়ে আনতে পারে। আমাদের মনে রাখতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জীবন নয়, জীবনের অতি একটা ক্ষুদ্র অংশ। সুতরাং ব্যক্তি এবং জাতীয় স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারে সকলকে সচেতন হতে হবে। 

মো. আশিকুর রহমান

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া