শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গৌরীপুর বাজারের জলাবদ্ধতা

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:২৯

কুমিল­া জেলার দাউদকান্দি উপজেলাধীন গৌরীপুর বাজারে প্রতিদিন লোক সমাগম হয় প্রচুর। কিন্তু বাজারের পরিবেশ ভালো না। জলাবদ্ধতা সর্বদাই থাকে। দুর্গন্ধে ছেয়ে গেছে বাজার। একটু বৃষ্টিতেই মারাত্মক জলাবদ্ধ হয়ে পড়ে। ফলে রাস্তা কর্দমাক্ত হয়ে থাকে। পচা পানির দুর্গন্ধে রোগ-জীবাণু ছড়িয়ে পড়ছে। সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াতে দুর্ভোগের শেষ নেই। বাজারে ড্রেন থাকলেও তা অপরিকল্পিতভাবে তৈরির ফলে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হতে পারে না। ফলে বাজারে হালকা বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। সাধারণ মানুষ এই সমস্যার সমাধান চায়। বিষয়টির প্রতি সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম এ রহমান, গৌরীপুর বাজার, কুমিল্লা