শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রতিদিন পরিবেশ দিবস হওয়া উচিত

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২১:৩১

পরিবেশ আর মানুষ একে অপরের পরিপূরক। আমরা এই সুন্দর জীবন যাপন করছি শুধুমাত্র প্রকৃতির জন্য। কিন্তু মানবসভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে আমরা প্রতিমুহূর্তে এই প্রকৃতিকে কলুষিত করে চলেছি। তাই পরিবেশের উন্নয়ন না ঘটলে প্রকৃতির সঙ্গে বিলুপ্ত হবে মানবসভ্যতা। আমরাই নির্বিচারে ধ্বংস করে চলেছি গাছপালা, পশুপাখি। এতে বায়ুতে কমছে অক্সিজেনের পরিমাণ। দিন দিন বেড়ে চলেছে কার্বন ডাই অক্সাইড। যার ফলে বিঘ্নিত হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। দেখা দিচ্ছে উষ্ণায়ন। আর বিজ্ঞানীরা মনে করছেন, এই ধরনের ঘটনা বেশিদিন চলতে থাকলে দেখা দেবে ভয়াবহ বিপদ। কয়েক দশকের মধ্যে সমুদ্র-উপকূলবর্তী অঞ্চলগুলি মিলিয়ে যাবে জলের তলায়। কোথাও হবে প্রবল বৃষ্টি, খরা বা ঘূর্ণিঝড়। তাই পরিবেশ রক্ষা করা আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিকের কর্তব্য। বছরে তাই শুধু একটি দিন নয়, একটি তারিখে নয়—প্রতিদিন হওয়া উচিত পরিবেশ দিবস। এই পরিবেশ নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান, পোস্টার প্রদর্শনী ও লেখালিখি বেশি করে করা দরকার। এ ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করছি।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা