শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নার্সিং শিক্ষার্থীদের ক্লাস ও ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফিরিয়ে আনুন

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২১:৫৭

ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহসহ দেশের সরকারি এগারোটি নার্সিং কলেজের বেসিক বিএসসি শিক্ষার্থীরা চার দফা দাবি নিয়ে আন্দোলন করছে। তাদের দাবিগুলো হচ্ছে—১. বিএসসি ইন নার্সিং-এর নতুন সংক্ষিপ্ত কারিকুলাম বাদ দিয়ে পুরাতন কারিকুলাম বহাল রাখা, ২. নার্সিং পেশায় স্বতন্ত্র বিসিএস সেবা ক্যাডার চালু করা, ৩. বিএসসি নার্সিং কলেজগুলোকে ইনফেস স্ট্রাকচার অনুযায়ী পূর্ণাঙ্গ কলেজ হিসেবে চালু করা এবং ৪.  ইন্টর্নশিপ ভাতা ও স্টাইপেন্ড বৃদ্ধি। সরকারি হাসপাতালগুলোতে চাহিদার তুলনায় সিনিয়র স্টাফ নার্সদের সংখ্যা কম হওয়ায় রোগীদের সেবাদানের ক্ষেত্রে তাদের নার্সিং শিক্ষার্থীদের ওপর বেশ নির্ভরশীল হতে হয়, কিন্তু শিক্ষার্থীরা ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন করায় রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের যথাশীঘ্র সম্ভব ক্লাস ও ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

শফিউল আজম শাকিল

প্রভাষক, সিআরপি নার্সিং কলেজ, সাভার, ঢাকা