শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গণপিটুনি থেকে রক্ষা করুন

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২২:০৮

দেশের বিভিন্ন স্থানে গুজবকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টি করা হচ্ছে। কখনোবা ছেলেধরা বলে গণপিটুনি দিয়ে মানুষ মারা হচ্ছে, কখনো পদ্মাসেতুর তৈরির কাজে মানুষের মাথা লাগবে বলে গুজব সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার থেকে লিখিত নোটিসে বলা হয়েছে গুজবে কান না দিয়ে, আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে পুলিশের হাতে তুলে দিতে এবং কোথাও কোনো সহিংসতা সৃষ্টির চেষ্টা করা হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে জানাতে বলা হয়েছে পুলিশকে। সম্প্রতি উত্তর বাড্ডায় রেণু নামের এক নারী তাঁর সন্তানের জন্য স্কুলের খোঁজখবর নিতে গেলে তাঁকে ‘ছেলেধরা’ অ্যাখ্যা দিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। সাম্প্রতিক সময়ে নেত্রকোনা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে এভাবে গণপিটুনিতে মারা গেছেন নির্দোষ অনেক মানুষ। পরিশেষে বলব, গুজবে কান না দিয়ে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিন এবং অভিযুক্তদের গণপিটুনি থেকে রক্ষা করুন।

মো. ওসমান গনি শুভ

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়