শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২১:১৬

এক যুগেরও বেশি সময় ধরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সচল লাইনের বিদ্যুতের দুটি খুঁটি। পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সীমানা বনানী সড়কের মাঝে এই খুঁটির কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। কয়েক বছর আগে রাস্তা পাকা ও এর পাশে ড্রেন নির্মাণের সময় দায়িত্বপ্রাপ্তরা খুঁটিগুলো না সরিয়ে রাস্তা ও ড্রেনের মাঝে রেখেই কাজ চালিয়ে যায়। এতে করে রাস্তা সংকীর্ণ হওয়ায় বড় কোনো গাড়ি চলাচল করতে পারে না। ছোট যে গাড়িগুলো চলাচল করে সেগুলি প্রায়ই দুর্ঘটনা সম্মুখীন হয়। চৌরাস্তা-পানপট্টি সড়কে খানাখন্দে সৃষ্টি হওয়ায় বিকল্প সড়ক হিসেবে এই রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহূত হচ্ছে। কিন্তু খুঁটির কারণে গাড়ি চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তাই দ্রুত এর সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা, পটুয়াখালী