বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্ট্যান্ডে স্ট্যান্ডে ৫ টাকা করে গুনতে হবে যাত্রীকে!

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩২

ঢাকার শ্যামলী এলাকায় আমি থাকি। কর্মস্থল কাওরানবাজার এলাকায় যাতায়াত করতে হয় আমাকে। বিভিন্ন রুটের গাড়ি চলাচল করে শ্যামলী বাসস্ট্যান্ডে বিরতি দিয়ে। বৈশিষ্ট্য অনুযায়ী একেক গাড়ির ভাড়া একেক রকম। সাধারণত লোকাল বাসগুলোতে বিশেষ করে গাবতলী-যাত্রাবাড়ী রুটের ৮ নম্বর বাসে শ্যামলী থেকে ফার্মগেট বা কাওরানবাজার পর্যন্ত ভাড়া একই—৫ টাকা। কিন্তু কিছুদিন হলো লক্ষ করছি ৮ নম্বর বাসের কনডাকটররা ১০ টাকা দাবি করে যাত্রীদের কাছ থেকে আদায় করে ছাড়ছে। ৮ নম্বর বাসগুলোর বাসস্ট্যান্ড ছাড়া পথে পথে যাত্রী তোলার প্রবণতা খুব বেশি। তারপর ঠাসাঠাসি করে দাঁড়ানো যাত্রীদের ঠেলেঠুলে কনডাকটরের ভাড়া তোলা অত্যন্ত বিরক্তিকর। এ অবস্থায় যাত্রীরা অতিরিক্ত ৫ টাকা দিতে নারাজ। তাঁদের যুক্তি হলো—কষ্ট করে দাঁড়িয়ে যাব আবার অন্যায্য ভাড়াও দেব কেন? তখনই বাক-বিতণ্ডার শুরু। আর এরকমই চলছে প্রতি মুহূর্তে। গতকাল ৮ নম্বর বাসে (ঢাকা মেট্রো জ, ১১-২৪২৮) উঠে জানা গেল—শ্যামলী থেকে ফার্মগেট ৫ টাকা আর কাওরানবাজার নামলে ১০ টাকা! তাহলে বাংলামোটর বা শাহবাগ বা মত্স্য ভবন অর্থাত্ স্ট্যান্ডে স্ট্যান্ডে ৫ টাকা করে গুনতে হবে যাত্রীকে! ভাড়া নিয়ে এই অরাজকতার বিষয়ে কি যথাযথ কর্তৃপক্ষ ওয়াকিবহাল?

জনৈক যাত্রী