শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফুটপাত ও রাস্তা দখল

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:২০

 

সেদিন পল্লবী এলাকায় গিয়ে দেখি, লাইন ধরে পুরো ফুটপাত দখল, শুধু তাই না, রাস্তাও দখল নিয়েছেন ফল ব্যবসায়ীরা। এক ব্যবসায়ীকে জিজ্ঞেস করলাম, ফুটপাত পুরোটা দখল করলেন কেন? ফুটপাত তৈরি হয়েছে পায়ে হেঁটে চলাচল করার জন্য। উত্তরে ফুটপাত ও রাস্তা দখলি হকার বললেন, ‘দখল নিয়েছি টাকা দিয়ে আর মাসে মাসে তো ভাড়া দিচ্ছি। তাহলে দখল নিয়েছি—এ আপত্তিকর কথা বলছেন কেন?’ আমি বললাম, ফুটপাত ও রাস্তা কার কাছ থেকে দখল নিয়েছেন? সেই ফুটপাত দখলি জানালেন, ‘কার কাছ থেকে পজেশন নিয়েছি, অত কিছু জানতে চাইয়েন না—আপনারে একবার দেখিয়ে দিলে সে আপনার হাত পা ভেঙে দেবে।’ সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এবার ফুটপাত ও রাস্তা দখলি এবং এদের মদদদাতাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করুন। নাগরিকদের ফুটপাত ও রাস্তার দুই পাশ জনগণের পায়ে হেঁটে চলাচলের জন্য ফিরিয়ে দিন।

লিয়াকত হোসেন খোকন, ঢাকা