শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গুল কারখানায় ঝুঁর্কিপূর্ণ শিশুশ্রম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:২১

পুরাতন ঢাকার লালবাগ থানার অন্তর্গত ৩০ নম্বর দেবীদাস ঘাট লেনে গুল কৌটাজাতকরণ কারখানায় অর্ধ শতাধিক শিশুশ্রমিক (যাদের বয়স ১৮ বয়সের নিচে এবং যাদের বৃহদংশই মেয়ে) কাজ করে। তাদের কাজ হলো হাত দিয়ে ক্ষুদ্র প্ল­াস্টিকের কৌটায় পাউডারের মতো মিহি গুলের ফাকি ভর্তি করা। একজন শ্রমিক দিনে ২০ গ্রোস গুলের কৌটা তৈরি করে। গুল বিষাক্ত এবং মাদকজাতীয় তামাক পণ্য। তামাক পাতার গুঁড়া, চুনের ফাকি এবং কেমিক্যাল মিশ্রণে গুল তৈরি হয়। তামাক পাতায় নিকোটিন থাকে যা বিষতুল্য এবং চুনের মধ্যে প্যারা অ্যালেন ফেলন বলে বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে, যা সরাসরি মুখে ক্যান্সার সৃষ্টি করে। গুল কারখানায় কর্মরত শিশুশ্রমিকদের তামাকের বিষাক্ত পদার্থ শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরে যাওয়ায় এবং হাত দিয়ে তামাকের গুঁড়া দীর্ঘক্ষণ নাড়াচড়ার কারণে হাঁপানি, ক্যান্সার, বমি বমি ভাব, চর্মরোগ, খিঁচুনি, চোখ দিয়ে পানি পড়া, চোখ জ্বালাপোড়া করা, স্মরণশক্তি কমে যাওয়া, কানে শুনতে না পারা, নিউমোনিয়া, চোখে কম দেখা, অনিয়মিত নাড়ির স্পন্দন, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি জটিল ও কঠিন রোগে আক্রান্ত হতে পারে। তাই গুল ফ্যাক্টরিতে এই ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লি­ষ্ট বিভাগের কাছে অনুরোধ জানাচ্ছি।

রেহানুল করিম বাবলু

৬৫/১ বেচারাম দেউড়ি, ঢাকা ১১০০