বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গতিরোধক প্রয়োজন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৫

ঢাকা উদ্যানের (আদাবর) বেড়িবাঁধ সংলগ্ন বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস। রাজধানীর মোহাম্মদপুরের শিক্ষার্থীদের  একটি বড় অংশ পড়াশোনা করে এখানে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বিশ্ববিদ্যালয় সংলগ্ন ব্যস্ত রাস্তায় কোনো গতিরোধক নেই। ফলে প্রতিনিয়ত প্রচণ্ড ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। যে কোনো মুহূর্তে এখানে ঘটে যেতে পারে বড় কোনো সড়ক দুর্ঘটনা। তাই অবিলম্বে ঢাকা উদ্যান (আদাবর) বেড়িবাঁধ সংলগ্ন মহাসড়কে গতিরোধকের ব্যবস্থা করে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর জন্য এবং নিরাপদ সড়কের নিশ্চয়তার জন্য যথাপোযুক্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

অর্পণ দাশগুপ্ত

সিএসই (প্রথম বর্ষ),

বাংলাদেশ ইউনিভার্সিটি, ঢাকা