বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আবেদনে যোগ্যতা বিষয়ক কোড নিয়ে বিপিএসসি-এর দৃষ্টি আকর্ষণ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৫

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)-এর মাধ্যমে সম্প্রতি প্রথম শ্রেণি (৯ম গ্রেড) এবং দ্বিতীয় শ্রেণি (১০ম গ্রেড)-র বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেমন পিটিআই ননক্যাডারের বিষয়ভিত্তিক ইন্সট্রাক্টর নিয়োগের জন্য আবেদনে ইন্সট্রাক্টর (বিজ্ঞান) এবং ইন্সট্রাক্টর (কৃষি)-র বিষয়ে যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃতিপ্রাপ্ত  কোনো বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির বিএসসি ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির এমএড ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির এমএসসি ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির বিএড ডিগ্রি। কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা বিষয়ক বিষয়ের কোড না থাকায় বিজ্ঞান বিষয়ের অন্তর্গত পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ভূতত্ত্ব ও খনিবিদ্যা ইত্যাদি বিষয়ে এমএসসি ডিগ্রিধারীদের বিএড থাকলেও ইন্সট্রাক্টর (বিজ্ঞান) এবং ইন্সট্রাক্টর (কৃষি)-তে এদের নিয়োগের জন্য আবেদনের সুযোগ দেওয়া হয়নি। যদিও তারা ৩০০-৪০০ নম্বর করে গণিত, কম্পিউটার, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান এবং জীববিজ্ঞানে মোট  ১০০০-১২০০ নম্বর নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছে। অথচ যারা ডিগ্রি পাস কোর্স সম্পন্ন করেছে তারা ইন্সট্রাক্টর (বিজ্ঞান) এবং ইন্সট্রাক্টর (কৃষি) বিষয়ে আবেদনের সুযোগ পেয়েছে। তাই পরবর্তী সময়ে আমরা পিটিআই ইন্সট্রাক্টর (বিজ্ঞান) এবং ইন্সট্রাক্টর (কৃষি) বিষয়ে যেন আবেদনের সুযোগ পাই, সে ব্যাপারে বিপিএসসির  সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

শাহাদাত শাহিন, বাবুল আক্তার, মাহিদুল ইসলাম

শিক্ষার্থী, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ, রাজশাহী  বিশ্ববিদ্যালয়