শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লালমনিরহাট/কুড়িগ্রাম এক্সপ্রেসের তিস্তা জংশনে যাত্রাবিরতি চাই

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:৩৮

লালমনিরহাট জেলার সদর উপজেলায় তিস্তা জংশন, বহু বছর ধরেই লালমনিরহাট ও কুড়িগ্রাম এই দুই জেলার মানুষকে দেশের নানা প্রান্তে পৌঁছাতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত কয়েক বছর ধরে লালমনিরহাট এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও তার কোনো যাত্রাবিরতি নেই এখানে।  মাননীয় প্রধানমন্ত্রী গত ১৬ অক্টোবর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামে আরো একটি আন্তঃনগর ট্রেন উদ্বোধন করেছেন; এর যাত্রাবিরতিও এই জংশনে রাখা হয়নি। হাতের নাগালেই একটি জংশন, অথচ চেয়ে চেয়ে দেখতে হয় আন্তঃনগর ট্রেন আমাদের ছেড়ে চলে যাচ্ছে। ফলে বাড়তি অর্থ খরচ করে লালমনিরহাট, কুড়িগ্রাম অথবা কাউনিয়া রেলস্টেশনে গিয়ে ট্রেন ধরতে হয় অথবা জীবনের ঝুঁকি নিয়ে বাসে চেপে বসতে হয়।  তাই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এই যে, দরিদ্র জনগোষ্ঠীর কথা বিবেচনায় এনে আন্তঃনগর ট্রেন দুটির কিছু টিকেটের ব্যবস্থাসহ তিস্তা জংশনে যাত্রাবিরতির ব্যবস্থা করুন, তাহলে আমরা উপকৃত হব এবং চির কৃতজ্ঞ থাকব।      

মো. মুন্না তোকদার

চাকরিজীবী,

গ্রাম: তোকদারপাড়া, ডাকঘর: তিস্তা,

জেলা: লালমনিরহাট