শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গ্যাং কালচার :তারুণ্যের জন্য হুমকি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৪

একটা দেশের যুব সমাজ যদি জ্ঞানে, কর্মে, শিক্ষা-সংস্কৃতিতে উন্নত মানসিকতায় গড়ে উঠতে পারে তাহলে সে দেশের সমৃদ্ধি অবধারিত। আর যুব সমাজ যদি নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হয় তাহলে দেশের অধঃপতন অনিবার্য। আজ দেশের তরুণরা নানাভাবে বিপদগামী।  ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় শিশু-কিশোরদের গড়ে তোলা গ্যাং বা গ্রুপের দ্বারা পরিচালিত কর্মকাণ্ড পত্রপত্রিকার মাধ্যমে শুনেছি, দেখেছি।

 নাইন স্টার, ডিসকো বয়েজ, বিগবস, সিটিজে বয়েজ । তাদের কাজ হচ্ছে তথাকথিত বড়ো ভাইদের নির্দেশনায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা, অনৈতিক আধিপত্য বিস্তার করা। এই ছোট্ট বয়সে তাদের এসব কর্মকাণ্ডে প্রশাসন থেকে শুরু করে সাধারণ লোকজন সবাই উদ্বিগ্ন, আতঙ্কিত। এসব গ্রুপের সদস্যদের বেশিরভাগেরই বয়স ১৩ থেকে ২০-এর মধ্যে। তার মানে স্কুল কিংবা কলেজ পর্যায়ের ছাত্রদের দ্বারা গড়ে ওঠে এসব ভয়ংকর গ্রুপ। কিশোর বয়সে এসব ছেলেদের লাগামহীন জীবনযাপনের কথা জেনে তাদের মা-বাবা, পরিবার-পরিজন নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। কীভাবে এসব ছেলেরা ভয়ংকর গ্রুপের সঙ্গে জড়িয়ে পড়ছে? পরিবারের কারোর চোখে কি এসব বিষয় ধরা পড়েনি? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে বিষয়টি অত্যন্ত দুশ্চিন্তার। এই বয়সি ছেলেদের নিয়ন্ত্রণে যদি বাবা-মা, পরিবার ব্যর্থ হন তাহলে অন্ধকার ভবিষ্যত্ আর বেশি দূরে নয়। তরুণ প্রজন্মেই আমাদের শক্তি। আমাদের স্বপ্ন। আমাদের প্রেরণা। যখন ওরা বিশ্বের নানাবিধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের সেরাটা দিয়ে পুরস্কার পেতে দেখি, যখন এই তরুণ প্রজন্মের মধ্য থেকে কাউকে নতুন কোনো কিছু উদ্ভাবন করতে দেখি, যখন এই তরুণ প্রজন্মকে গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করতে দেখি, যখন এই তরুণ প্রজন্মকে দেশের সম্মানের প্রশ্নে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়তে দেখি, যখন পত্রিকা কিংবা টেলিভিশনের পর্দায় এই তরুণ প্রজন্মের ভালো কোনো কাজের খবর দেখি বড়ো খুশি হই। আমাদের বড়ো ভালো লাগে।আহ্লাদিত হই। আশাবাদী হই। কিশোর-তরুণরা দেশের অমূল্য সম্পদ, আগামী দিনের কর্ণধার। দেশ ও জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের সঠিক কাউন্সেলিং দরকার। সমাজের দায়িত্বশীল ব্যক্তি ও অভিভাবকদের সুষ্ঠু পরামর্শ ও দিকনির্দেশনা, মমতা ও স্নেহময় আচরণ কিশোরদের সুস্থ জীবনে নিশ্চয়ই সক্রিয় রাখতে সক্ষম।

n লেখক :শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।