শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সোনারগাঁওয়ে বসতঘরে পাওয়া গেল বিষধর সাপের আট বাচ্চা

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ০০:২৬

সোনারগাঁওয়ে একটি বসতঘর থেকে বিষধর সাপের (কালি পানস) আটটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সাদিপুর ইউনিয়নের বরগাঁও আদমপুর গ্রামের ওমর আলী মুন্সীর বাড়ির বসতঘর থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়। গত দুদিন ধরে ওমর আলী মুন্সীর বাড়িতে সাপ দেখতে ভিড় করছে লোকজন।

ওমর আলীর ছেলে মো. আজিজ মিয়া জানান, কয়েক দিন আগে ঘরে একটি সাপের খোলস দেখতে পান তার স্ত্রী। বৃহস্পতিবার সকালে ঘরের মাটিতে বিছানো রেকসিনের নিচে একটি বিষাক্ত সাপের বাচ্চা দেখতে পেয়ে সেটি মেরে ফেলা হয়। এরপর শুক্রবার সকালে রূপগঞ্জের তারাব এলাকা থেকে মোস্তফা ও মতিন মিয়া নামে দুজন সাপুড়েকে ডেকে আনা হয়। তারা ঘরের ভেতর মাটি খুঁড়ে গর্ত থেকে আটটি কালি পানস সাপের বাচ্চা উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যান।

সাপুড়ে মোস্তফা ও মতিন জানান, ঘরের ভিতর মাটি খুঁড়ে আটটি কালি পানস সাপের বাচ্চা ও ৩০টি ডিমের খোসা পাওয়া যায়। মা সাপটি পালিয়ে যায়।