শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নারায়ণগঞ্জের জিউস পুকুরে অতিথি পাখি

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০০:১৪

নারায়ণগঞ্জ : কিচিরমিচির রবে পুকুরের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে বেড়াচ্ছে একঝাঁক পাখি। পুকুরের ছোটো ছোটো গাছ আর কচুরিপানার ফাঁকে ফাঁকে উষ্ণতার পরশ খুঁজছে পাতিসরালির দল। চারপাশে ঝাঁক বেঁধে উড়ে বেড়াচ্ছে ফিঙে, বক, পাতিসরালি আর পানকৌড়িসহ নানান পাখির দল। এ যেন পাখির অঘোষিত অভয়ারণ্য। দৃশ্যটি এখন দেওভোগ জিউস পুকুরপাড় এলাকার প্রতিদিনকার। ভোরের আলো ফোঁটার সঙ্গে সঙ্গে এ অতিথিদের আগমনে মুখর হয়ে ওঠে এ এলাকাটি। স্থানীয় উদ্যোগে এলাকাটিকে ঘোষণা করা হয়েছে ‘পাখি শিকার মুক্ত এলাকা’ হিসেবে। এলাকার লোকজনই পাখিদের নিরাপত্তার বিষয়টি দেখাশোনা করেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দীন শফি জানান, অতিথি পাখিদের বাড়তি নিরাপত্তার জন্য মসজিদে মাইকিং করে পাখিদের ক্ষতি না করার জন্য সবাইকে সাবধান করে দেওয়া হয়েছে           —তাপস সাহা