মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লিংক রোডের রোড-ডিভাইডার যখন মরণফাঁদ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০০:০৪

নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত যানজট নিরসনে রোড ডিভাইডার (সড়ক বিভাজক) দেওয়া হয়েছে। কিন্তু ডিভাইডারগুলো এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। ডিভাইডারের অধিকাংশ পয়েন্টে কংক্রিটের ব্লক সড়কের দুইপাশে উলটে-পালটে পড়ে থাকে, যার ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। মাত্র আট কিলোমিটার দূরত্বের লিংক রোডে ডিভাইডারের প্রায় অর্ধশতাধিক পয়েন্ট ফাঁকা ছিল। ডিভাইডারের ফাঁকা অংশ দিয়ে উলটো পথে যাতায়াতের কারণে সড়কে যানজট লেগেই থাকত। যানজট নিরসনে পুলিশ প্রশাসনের সহায়তায় ডিভাইডারের ফাঁকা অংশে কংক্রিটের ব্লক দেওয়া হয়। মানুষের উপকারে ডিভাইডারে ব্লক দেওয়া হলেও ব্লকগুলো এখন মরণফাঁদে পরিণত হয়েছে        —ইত্তেফাক