শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভৈরব-ময়মনসিংহ রেলপথে ট্রেনের বগি লাইনচ্যুত

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২২:৩৫

ভৈরবে চট্টগ্রামগামী নাসিরাবাদ মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ভৈরব-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় চার ঘণ্টা। গত বৃহস্পতিবার রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন ভৈরব স্টেশন ও কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্ধু ট্রেন কুলিয়ারচর স্টেশনে আটকা পড়ে। একই সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এক্সপ্রেস ট্রেন দৌলতকান্দি স্টেশনে আটকা পড়েছে। ফলে শত শত যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেন দুপুর সাড়ে ১২টায় স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছলে ট্রেনের ইঞ্জিনের পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত এক মাসে ভৈরব-কিশোরগঞ্জ রেলপথে তিন বার ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। তারপরও টনক নড়েনি রেলওয়ে কর্তৃপক্ষের।