শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গরিবের ডাক্তার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০০:১৩

মানিকগঞ্জে গরিবের ডাক্তার হিসেবে খ্যাতি পেয়েছেন সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেব পাড়া গ্রামের লুত্ফর রহমান। বিনামূল্যে চিকিত্সাসেবা ও ওষুধ বিতরণ করে তিনি অসহায় দুস্থ রোগীদের আস্থা অর্জন করেছেন। ডা. লুত্ফর রহমান বর্তমানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি দীর্ঘদিন ধরেই সাটুরিয়ার বিভিন্ন এলাকার মানুষের মধ্যে বিনা পয়সায় চিকিত্সাসেবা ও ওষুধ বিতরণ করে আসছেন। সারা বছরই তিনি চিকিত্সাসেবা দেওয়ার পাশাপাশি তার পিতা মরহুম আনসার আলীর মৃত্যুবার্ষিকীতে কয়েক হাজার রোগীকে সেবা দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে তিনি তার নিজ বাড়িতে মাসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করেছেন। স্বাস্থ্যসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ। এসময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন বলেন, নিজের টাকা খরচ করে মেডিক্যাল ক্যাম্প ও বিনা মূল্যে হাজারো মানুষকে ওষুধ বিতরণ করতে শুধু টাকাই লাগে না, লাগে একটা বড়ো মন, যা ডাক্তার লুত্ফর রহমানের রয়েছে। মেডিক্যাল ক্যাম্পে আসা বৃদ্ধ তমেজ আলী বলেন, ‘সাহেবপাড়া গ্রামের গরিব মানুষের ডাক্তার হলেন লুত্ফর রহমান। তার কাছে গেলে তিনি যত্নসহকারে রোগীদের দেখেন ও টাকা ছাড়া ওষুধ দেন।’  ডা. লুত্ফর রহমান বলেন, পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি এসব করছেন। সারা বছর বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে ভিজিট হিসেবে যেসব ফ্রি ওষুধের স্যাম্পল পান সেগুলো তিনি জমিয়ে রাখেন এবং পরবর্তী সময়ে গরিব রোগীদের দিয়ে থাকেন। এছাড়া ব্যক্তিগত তহবিল থেকে ক্রয়কৃত ওষুধও তিনি দুস্থ রোগীদের মধ্যে বিতরণ করেন।’