বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মুন্সীগঞ্জে পারুল হত্যার বিচার দাবিতে স্বামী-সন্তানদের মানববন্ধন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০০:১৪

মুন্সীগঞ্জ : গৃহবধূ পারুল হত্যার বিচার চেয়ে চার শিশুসন্তান ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মানববন্ধন করেছেন পারুলের প্রতিবন্ধী স্বামী জুলহাস হালদার। রবিবার মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে দুপুর ১টা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে প্রায় ২০০ নারী-পুরুষ অংশ নেন। বাবার সঙ্গে ঐ মানববন্ধনে অংশ নেয় জুলহাস ও পারুলের ৩ মেয়ে নাতাশা (৬ মাস, বাবার কোলে চড়ে), জান্নাত (৩), নুসরাত (৫) ও এক ছেলে মেহেদি হাসান (১২)। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে তারাও এতে অংশ নেন। এ সময় সবাই আসামিদের ফাঁসির দাবিতে স্লোগান দেন। গত ২২ ডিসেম্বর বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে লৌহজং উপজেলার বাসিরা গ্রামে দেবর আল আমিন হালদারের শাবলের আঘাতে খুন হন পারুল     —ইত্তেফাক