বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২১:৩০

ডি এ রশীদ 

আজ ২৬ জানুয়ারি ভাষাসৈনিক ও সাংবাদিক ডি এ রশীদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। স্বাধীনতা-পূর্ব বিভিন্ন সময়ে তিনি দৈনিক সংবাদ ও অধুনালুপ্ত সাপ্তাহিক পূর্বদেশের চিফ রিপোর্টার এবং পরবর্তীকালে বিজেএমসির মহাব্যবস্থাপক পদে নিয়োজিত ছিলেন। ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় শহিদ দিবস উদ্যাপনকালে তিনি কারারুদ্ধ হন। ১৯৫৬ সালে তার সম্পাদনায় একুশের সংকলন প্রকাশিত হয়, যা একুশের দ্বিতীয় সংকলন হিসেবে পরিচিত। যুগান্তরের সম্পাদকীয় বিভাগের প্রধান আসিফ রশীদ তার দ্বিতীয় পুত্র। দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মোরশেদা ইয়াসমিন পিউ তার পুত্রবধূ। ডি এ রশীদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

মো. শহীদুল ইসলাম পান্নু

আজ ২৬ জানুয়ারি, সারা অ্যাডভারটাইজিং লিমিটেডের অন্যতম পরিচালক মো. শহীদুল ইসলাম পান্নুর ১১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারবর্গ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সব আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থী।