শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মজুরি না পাওয়ার আশঙ্কায় কাজে ফিরলেন কমলগঞ্জের চা-বাগান শ্রমিকরা

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৫৪

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে চা বাগানের শ্রমিকরা এই ছুটি পাননি। শুক্রবার কমলগঞ্জের শমশের নগরের পাঁচটি চা বাগানের পঞ্চায়েত কমিটি ও শ্রমিক নেতারা বাগান ব্যবস্থাপকের সঙ্গে কথা বলে সাধারণ ছুটির সিদ্ধান্ত মেনে নিয়ে নিজেরাই ছুটিতে চলে যান। তবে মজুরি না পাওয়ার আশঙ্কায় দুই দিন পর সোমবার থেকে তারা আবার কাজে ফিরেছেন।

শমশের নগর ইউপি সদস্য সীতারাম বীন ও চা শ্রমিক নেতা মোহন রবিদাস বলেন, কাজ শুরু না করলে শ্রমিকরা দৈনিক মজুরি পাবে না, এই আশঙ্কায় শমশেরনগরসহ পাঁচ চা বাগানের শ্রমিকরা সোমবার সকালে কাজে যোগে দিয়েছেন। তবে তারা এক বেলা কাজ করেছেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালির (অঞ্চলের) কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকাও শ্রমিকদের কাজে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি ছুটি ঘোষণার পরও চা শ্রমিকরা এই ছুটির আওতার বাইরে রয়েছেন।