শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শহিদ আ. কাদের মিয়ার ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ৩১ মে ২০২০, ২২:২১

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

আজ ১ জুন শহিদ মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী আ. কাদের মিয়ার ৪৯তম মৃত্যুবার্ষিকী। তিনি জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার সামিউল আলমের পিতা। সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার জামিরতা গ্রামের আ. কাদের মিয়া ১৯৭১ সালে পঞ্চগড় মহকুমার দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। ঐ সময় তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ঐ থানার সব অস্ত্র ও গোলাবারুদ মুক্তিযোদ্ধাদের সরবরাহ করেন। ১৯৭১ সালের ১ জুন তিনি সরাসরি যুদ্ধে অংশ নিয়ে পাকবাহিনীর গুলিতে আহত হয়। যুদ্ধক্ষেত্র থেকে বাড়িতে আসার সময় হানাদাররা তাকে ধরে নিয়ে দেবীগঞ্জ ডাঙ্গারপাড়ার এলাকার একটি ব্রিজের পাশে নিয়ে নির্মমভাবে হত্যা করে। তার সম্মানে ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকার শহিদ বুদ্ধিজীবী হিসেবে স্মরক ডাক টিকিট প্রকাশ করেন। তার নামে তার নিজ এলাকায় একটি রাস্তার নামকরণ এবং পঞ্চগড়ের তত্কালীন পুলিশ সুপার এবং বর্তমান হাইওয়ে ডিআইজি মো. হারুনুর রশিদ দেবীগঞ্জ থানায় সার্ভিস ডেলিভারি সেন্টার ও পুলিশ লাইনের একটি রাস্তার নামকরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নিজ এলাকায় কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।