শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রাহ্মণপাড়ায় ষোলো রোহিঙ্গা আটক

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২০:৫৫

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় শিশুসহ ১৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। পরে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে আটককৃতদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হয়।

জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া বাজারে যানবাহনের জন্য একদল রোহিঙ্গা অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই বাবুল হোসেনসহ এক দল পুলিশ সেখানে গিয়ে শিশুসহ ১৬ জন রোহিঙ্গাকে আটক করে। আটককৃতরা হচ্ছে- মায়ানমারের আকিয়াব জেলার মংডু থানার নোয়াপাড়া গ্রামের মৃত সুলতান আহাম্মদের স্ত্রী হামিদা বেগম (৬০), মৃত বারু মিয়ার ছেলে ছাব্বির আহাম্মদ (৩০), ছাব্বির আহাম্মদের স্ত্রী হাছিনা বেগম (৩০), ছাব্বির আহাম্মদের ৪ ছেলে মো. জাবেদ (১২), মো. ছাবের (১০), মো. আব্দুল মজিদ (৬), মো. ছাদেক (২), আব্দুল সালামের ছেলে হামিদ নূর (২৫), হামিদ নূরের স্ত্রী নূর ফাতেমা বেগম (২৩), হামিদ নূরের ২ ছেলে ওমর ফারুক (৩), খৈয়ম নূর (১), মো. রফিকের স্ত্রী নূর হাবা (২৮), ছেলে আব্দুল রহিম (১০), মেয়ে শাহিদা আক্তার (৫) ও মৃত আব্দুল খালেকের ছেলে মো. ইসমাইল (৬)।

ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএএম শাহজাহান কবির জানান, আটককৃতদেরকে বিকালে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।