শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নাঙ্গলকোট উপজেলা পোস্ট অফিস ভবন ঝুঁকিপূর্ণ!

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২২:০৪

 নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

নাঙ্গলকোট উপজেলা পোস্ট অফিস ভবনটি গত প্রায় দশ বছর যাবত্ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনটি থেকে নিয়মিত পলেস্তরা খসে পড়ায় পোস্ট অফিসের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা ঝুঁকি নিয়ে নিয়মিত দায়িত্ব পালন করছেন। এছাড়া পোস্ট অফিসটিতে রয়েছে কর্মচারী সংকট।

উপজেলা পোস্ট মাস্টার মোঃ সেলিম মিয়া বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ধসের আশঙ্কা নিয়ে নিয়মিত কাজ করতে হচ্ছে এবং গ্রাহকরা পোস্ট অফিসে আসতেও ভয় পান। ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বৈদ্যুতিক ওয়ারিং করা যাচ্ছে না। ফলে বিদ্যুতের তারগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে থাকায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’

কুমিল্লা বিভাগীয় ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোঃ মোস্তফা কামাল বলেন, ‘নাঙ্গলকোট পোস্ট অফিসের জরাজীর্ণ ভবনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা পর্যায়ক্রমে নাঙ্গলকোটের জরাজীর্ণ উপজেলা পোস্ট অফিস ভবনটি মেরামত অথবা পুনঃনির্মাণের ব্যবস্থা করব।’