বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বস্ত্র ও পাট মন্ত্রীকে রূপগঞ্জে সংবর্ধনা নাট্যানুষ্ঠান

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০০:০৬

রূপগঞ্জ উপজেলা সাহিত্য, সাংস্কৃতিক ও নাট্য সংঘের উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে সংবর্ধনা দেওয়া হয়েছে। সরকারি মুড়াপাড়া কলেজ গাজী অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মনিরুজ্জামান বাদশা।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ বাবু সুকুমার দাস, অধ্যাপক আবু জাফর সালেহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আল আমিন, নারায়ণগঞ্জ জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, ভুলতা কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল, মুড়াপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ভিপি বরকত উল্লাহ, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ রমজান আলী, যুবলীগ নেতা মুশফিকুর রহমান রিপন, আলহাজ্ব মোঃ শাহজাহান চৌধুরী, আবুল কালাম আজাদ, মমিন উদ্দিন বেপারি প্রমুখ। পরে মাজাহার হোসেন খান রচিত ও শাহজাহান খান পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক বকুলপুরের স্বাধীনতা মঞ্চস্থ করা হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মনিরুজ্জামান বাদশা, এম.এ মোমেন, এবি সিদ্দিক, সিরাজ মাহমুদ, নদী, সোমা, অনিতা, লাবন্য প্রমুখ। সবশেষে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।